মার্কিন প্রেসিডেন্ট আসার আগে যমুনার দূষণ আড়ালের চেষ্টা, ছাড়া হল ৫০০ কিউসেক জল
Odd বাংলা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে কেন্দ্রের তরফে জোর কদমে চলছে তারই প্রস্তুতি। ট্রাম্পের ভারত সফরের আগে কার্যত ঝাঁ-চকচকে করে তোলার চেষ্টা চলছে।
যমুনা নদীর ভয়ঙ্কর দূষণকে আড়াল করতে বুলন্দশহরের গঙ্গানাহার থেকে প্রায় ৫০০ কিউসেক জল ছাড়া হল যমুনায়। মার্কিন প্রেসিডেন্ট-এ পা পড়ার আগে দূষমের মাত্রা কিছু হলেও কমানোর চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত আগামী ২৪ ফেব্রুয়ারি ২ দিনের জন্য ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজধানী ছাড়াও আগ্রা এবং গুজরাতের আমেদাবাদে যাওয়ার কথা রয়েছে তাঁর। গত বছর অক্টোবর-নভেম্বর মাস নাগাদ যমুনা দূষণ নিয়ে সংবাদপত্রে অনেক লেখালেখিই হয়েছিল। তারপর থেকে পরিবেশবিদরাও যমুনার জলদূষণ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন।
তাই মার্কিন প্রেসিডেন্ট-এর নজরে যাতে এইসব না আসে সেইকারণে ৫০০ কিউসেক জল সেখানে ছাড়া হল বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশে জলসেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ার জানিয়েছেন, আগামী ২০ তারিখ এই জল মথুরায় পৌঁছবে এবং ২১ তারিখ বিকেলে পৌঁছে যাবে আগ্রায়।
Post a Comment