'সেক্সের সময় ও খুব কামড়ে দেয়...'- এমন পরিস্থিতি সামলাবেন কীভাবে!
Odd বাংলা ডেস্ক: অনেকসময়ে এমন হয় যে, যৌনতায় সঙ্গী সামান্য হলেও বন্য হয়ে ওঠেন বা সহজ কথায় বলতে গেলে পার্টনার যেন আগের থেকে অনেক বেশি ভায়োলেন্ট হয়ে উঠছে। প্রথম প্রথম বিষয়টি ভাল লাগলেও আজকাল কেমন যেন একটা ভয় হয়ে গিয়েছে। মাঝে মাঝেই শরীরে বিভিন্ন অঙ্গে যন্ত্রণা, দম বন্ধ হয়ে আসার মতো ঘটনা প্রায়শই ঘটছে। তবে এর জন্য আপনি আপনার সঙ্গীকে বারংবার মানা করা সত্ত্বেও তাকে যেন থামানোই যায় না।
বারবার বলার পরে বিষয়টি নিয়ন্ত্রণে রাখবে বলে কথা দিলেও পরের বার যেই-কে সেই। মাঝেমাঝে হয়তো আপনার ভয়ও হয় যে, যদি কোনও বিপদ ঘটে যায়! এমন হলে কী করবেন?
বিশেষজ্ঞরা বলেন, সেক্সের সময় ভায়োলেন্ট হয়ে যাওয়ার ঘটনা খুব একটা নতুনত্ব কিছু নয়। সারা বিশ্ব জুড়ে চলতে থাকা একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে যে, বেশিরভাগ মেয়েই চায়, তার সঙ্গী তার উপর জোর খাটাক, ডমিনেট করুক। পাশাপাশি পুরুষরাও কিন্তু একইভাবে বিষয়টি উপভোগ করে, কারণ তারাও চায় নিজের প্রেমিকাকে শারীরিক কষ্ট দিতে- বিষয়টির মধ্যে কিন্তু কোনও নেতিবাচক কিছুই নেই। তবে এই জোর খাটানো বা ডমিনেট করা ততক্ষণই মানায় যতক্ষণ না বিষয়টি নিয়ন্ত্রিতভাবে করা হচ্ছে।
আপনারা অনেকেই BDSM বা Bondage, Dominance and Submission, Sadism and masochism,-এর কথা শুনেছেন। সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়ে একে অন্যকে শারীরিক কষ্ট দেওয়ার এই প্রাচীন প্রথা। তবে এর সঙ্গে কিন্তু নিয়ন্ত্রণের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। তাই সঙ্গীকে আত্মনিয়ন্ত্রণের বিষয়টি ভাল করে রপ্ত করতে হবে। সেরকম হলে খোলাখুলি বসে আলোচনা করুন যে, বিষয়টি একটা পর্যায়ের পর আর উপভোগ্য হচ্ছে না, তা নির্যাতনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এরপরেও তা ঠিক না হলে বিষয়টি সম্পর্কে আপনার পার্টনারের কাউন্সেলিং-এর প্রয়োজন রয়েছে।
Post a Comment