আপনার শরীরের এই অঙ্গে কি তিল আছে? জানেন এই তিলই বয়ে আনতে পারে সৌভাগ্য


Odd বাংলা ডেস্ক: শরীরের বিভিন্ন জায়গায় তিল থাকাটা খুবই স্বাভাবিক। আর এই তিল একদিকে যেমন আমাদের যেমন সৌন্দর্য বাড়াতে সাহায্য করে, তেমনি আমাদের জীবনে উন্নতির পথে সুগম করে। পুরাতন সমুদ্র শাস্ত্রে তিল অনুযায়ী ভাগ্য নির্ধারণের প্রথা বর্ণনা করা আছে। শরীরের বিভিন্ন অংশে তিলের উপস্থিতি, রং, আকৃতি প্রভৃতি দেখে আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করতে পারি। প্রাচীন সমুদ্র শাস্ত্রে তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করা আছে। তিল দেখে আমরা ভবিষ্যৎ সম্পর্কেও জানতে পারি। তাহলে দেখে নেওয়া যাক এক ঝলকে। 

  • স্তনে তিল- মেয়েদের দুই স্তনের মাঝখানে তিল থাকলে তা নির্মল ভালোবাসার প্রতীক। ডান দিকে তিল থাকা কোনও বিষয়ে নৈপুণ্য নির্দেশ করে। আবার যাদের স্তনের বাঁ দিকে তিল আছে তারা অর্থের অপচয় করেন। স্তনের ডান দিকের তিল ধনসম্পদ ও বুদ্ধির চিহ্ন। বাঁ দিকের তিল নিরাশাপূর্ণ জীবনের সূচক। তবে যাদের ডান স্তনে থাকে তারা বেশি সংবেদনশীল হয় অন্যদের তুলনায়। কারণ তারা অন্যদের তুলনায় আলাদা হয়ে থাকেন। স্তনের বৃন্তে থাকলেল সেই মেয়ে সংবেদনশীল হন। 
  • নাকে তিল- নাকে তিল থাকলে ব্যক্তি প্রতিভাসম্পন্ন হন এবং সুখী থাকেন। যে নারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবতী হন। 
  • ঠোঁটে তিল- যাদের ঠোঁটে তিল রয়েছে তাদের হৃদয়ে ভালোবাসায় ভরপুর। তবে তিল ঠোঁটের নীচে থাকলে সে ব্যক্তির জীবনে দারিদ্র্য বিরাজ করে। 
  • গালে তিল- গালে লাল তিল থাকা শুভ। বাঁ গালে কালো তিল থাকলে, ব্যক্তি নির্ধন হয়। কিন্তু ডান গালে কালো তিল থাকলে তা ব্যক্তিকে ধনী করে এবং অন্যকেও ধনী হতে সাহায্য করে এবং সৌভাগ্যবানও হতে পারেন।
  • চোখের পাতায় তিল- চোখের পাতায় তিল থাকলে ব্যক্তি সংবেদনশীল হন। তবে যাদের ডান পাতায় তিল থাকে তারা বাঁ পাতায় তিলযুক্ত লোকের তুলনায় বেশি সংবেদনশীল। 
  • কানে তিল- কানে তিল থাকা ব্যক্তি দীর্ঘায়ু হন।

  • নিতম্বে তিল- ডানদিকের নিতম্বে তিল জ্ঞান এবং সৃজনশীলতার প্রতীক। এরা বেশিরভাগই শিল্পী প্রকৃতির হয়ে থাকেন। বাঁদিকের নিতম্বে তিলের অর্থ দারিদ্র্য।

  • যৌনাঙ্গে তিল- যৌনাঙ্গে তিল থাকলে তার যৌনক্ষুধা প্রবল হয়। কোনও পুরুষের যৌনাঙ্গে তিল থাকলে এরা বিবাহিত মহিলা বা পুরুষদের প্রতি আকৃষ্ট হন।

  • ভ্রুতে তিল- যাদের ভ্রুতে তিল থাকে তারা প্রায়ই ভ্রমণ করেন। এদের সারা পৃথিবী ঘোরার ইচ্ছা থাকো। ডান ভ্রুতে তিল থাকলে ব্যক্তির দাম্পত্য জীবন সুখী হয়। আবার বাঁ ভ্রুর তিল দুঃখী দাম্পত্য জীবনের সঙ্কেত দেয়।
Blogger দ্বারা পরিচালিত.