কোন আঙুল দিয়ে টিপ পরছেন তার ওপর নির্ভর করে অনেককিছুই, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: হিন্দু সনাতন শাস্ত্রে কপালে টিপ পরাকে খুবই পবিত্র বলে মনে করা হয়। মনে করা হয় জীবনে যদি অশান্তির আবহ নেমে আসে তাহলে কপালে তিলক কাটুন বা ঈশ্বরের টিপ পরুন। বলা হয় এতে সৌভাগ্য বজায় থাকে এবং জীবনে শান্তি বজায় থাকে। তবে আলাদা আলাদা আঙুল দিয়ে টিপ পরালে আলাদা আলাদা ফল লাভ হয়ে থাকে, জেনে নিন কী কী-

বৃদ্ধাঙ্গুলি- এই আঙুল দিয়ে তিলক পরানোর অর্থ শক্তি প্রদান করা। কোনও অসুস্থ ব্যক্তিকে নিয়মিত বৃদ্ধাঙ্গুলি দিয়ে চন্দনের তিলক পরান, খুব ভাল ফল লাভ হবে।

তর্জনি- কোনও জীবিত মানুষকে তর্জনী দিয়ে তিলক পরানো উচিত নয়। এই আঙুল দিয়ে তিলক পরানোর অর্থ তাঁর জীবনের সমাপ্তি ঘটেছে ও মোক্ষলাভ হয়েছে। 

মধ্যমা- মধ্যমা দিয়ে তিলক পরালে জীবন পরিপূর্ণ হয়ে ওঠে সমৃদ্ধিতে। স্বাস্থ্যভাগ্য ও অর্থভাগ্য ভাল রাখতে মধ্যমা দিয়ে তিলক পরুন। 

অনামিকা- এই আঙুল দিয়ে তিলক পরালে জীবনে শান্তি বজায় থাকে। 

কনিষ্ঠা- বলা হয়, কনিষ্ঠাঙ্গুলি পঞ্চ ভূতের শেষ ব্যোম শক্তি রয়েছে, যা অপার ও অনন্ত। এই আঙুলে তিলক পরালে অপার প্রেম তৈরি হয়।
Blogger দ্বারা পরিচালিত.