১৯৭৩ সালে হারিয়ে যাওয়া আংটি খুঁজে পাওয়া গেল ৪৭ বছর পর! কীভাবে


Odd বাংলা ডেস্ক: ১৯৭৩ সালে মাইন-এ হারিয়ে গিয়েছিল একটি আংটি। তারপর কেটে গিয়েছে অনেকগুলি বছর। কিন্তু অবশেষে খুঁজে পাওয়া গেল সেই হারিয়ে যাওয়া আংটি।

আংটির মালকিন দেবরা ম্যাকেন্না তাঁর আংটিটি পোর্টল্যান্ডে হারিয়ে ফেলেছিলেন। সেইসময়ে তিনি হাই স্কুলের ছাত্রী। এখন তাঁর বয়স ৬৩ বছর। সেইদিনের হারিয়ে যাওয়া আংটিটি ৪৭ বছর পর উদ্ধার করা হল মাটির তলা থেকে। খুব স্বাভাবিকভাবেই এতদিনে তিনি সেই আংটিটির কথা ভুলেই গিয়েছিলেন। 

এক ধাতব পাতের কর্মী এটি ফিনল্যান্ডের জঙ্গলের মধ্যে মাটির ৮ ইঞ্চি গভীরতা থেকে এই আংটিটি উদ্ধার করেছেন। আংটিটি ম্যাকেন্নার স্বামী শনের। তিনি অবশ্য আর এই পৃথিবীতে নেই। এই শনের সঙ্গে স্কুল এবং কলেজ জীবনে চুটিয়ে প্রেম করেছেন। ২০১৭ সালে শনের মৃত্যুর আগে পর্যন্ত দীর্ঘ ৪০ বছর একসঙ্গে বিবাহিত জীবন কাটিয়েছেন। কলেজ জীবনে প্রবেশ করার আগে শন তাঁকে ওই আংটিটি দিয়েছিলেন। 

কিন্তু আচমকাই সেই আংটিটি খুঁজে পাওয়ায় রীতিমতো আপ্লুত ম্যাকেন্না। স্বামীর স্মৃতি খুঁজে পেয়ে তিনি জানিয়েছেন, এই পৃথিবীতে এখনও ভাল মানুষের অস্তিত্ব রয়েছে, ভবিষ্যতে তাঁদের আরও বেশি করে দরকার। 
Blogger দ্বারা পরিচালিত.