বিয়ের নামে পাকিস্তানের মেয়ে’রা দেদার পাচার হচ্ছে চিনে!


Odd বাংলা ডেস্ক: পাকিস্তান থেকে ব্যাপক হারে পাকিস্তানের মেয়ে পাচার হচ্ছে চিনে! পাকিস্তানের এক শ্রেণীর দালালেরা চিনের ছেলেদের কাছ থেকে লাখ লাখ ডলারের বিনিময়ে পাকিস্তানী কিশোরী এবং মেয়েদের বিয়ে দেওয়ার নাম করে চিনে পাঠাচ্ছেন। 2018 সাল থেকে এ বছরের এপ্রিল মাস পর্যন্ত মোট 629 জন পাক তরুণী ও মহিলা পাচারের শিকার হয়েছেন। বিভিন্ন মানবাধিকার সংস্থার মাধ্যমে এই দেদার নারী পাচারের রহস্য পাক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের কানেও পৌঁছছে। তবে, চিনের সাথে সম্পর্ক খারাপ না করার ভয়ে পাকিস্তান সরকার এখন চুপ। মানবাধিকার সংস্থাগুলির কোনো রকম তদন্ত শুরু হলেই তা ধামাচাপা দিয়ে দিচ্ছে পাক প্রশাসন। আবার মামলা হলেও আদালতকেও উপেক্ষা করা হচ্ছে এখন। গত অক্টোবর মাসেই এক মামলায় অভিযুক্ত মোট 31 জন চিনা নাগরিক কে বেকসুর খালাস ঘোষণা করেছে পাকিস্তানের ফয়সালাবাদের এক আদালত। পরে তাঁদের চিনে পাঠিয়েও দেওয়া হয় পাক সরকারের তরফ থেকে। 

সূত্রের খবর অনুযায়ী, পাক দালালরা এ ভাবে 2018 থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত মোট 629 জন পাকিস্তানী কিশোরী ও মেয়েকে বিয়ে দেওয়ার নাম করে চিনে পাচার করে দিয়েছে। জানা গেছে যে, প্রতি পাক মহিলা-পিছু চীনের ছেলেদের কাছ থেকে পাক দালালরা 40 লাখ থেকে 1 কোটি পাকিস্তানী টাকা নিচ্ছে। আর পাকিস্তানের মেয়েদের বিয়ে দেওয়ার নামে তাদের বাবা-মাকে দালালরা বড়জোর 2 লাখ পাকিস্তানী টাকা ঘুষ দিচ্ছে। তারপরে পাচার করা সেই পাকিস্তানের মেয়ে ও মহিলাদের দেহব্যবসায় নামানো হচ্ছে চিনে। এ ক্ষেত্রে পাচার করার জন্য টার্গেট করা হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অঞ্চলের মহিলাদের।
Blogger দ্বারা পরিচালিত.