কলকাতায় ফের করোনায় আক্রান্ত একজন, আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০!


Odd বাংলা ডেস্ক:  রাজ্যে ফের করোনা ভাইরাসে আক্রান্ত হলেন একজন। সূত্রের খবর, ৬৬ বছর বয়স্ক ওই ব্যক্তি নয়াবাদ এলাকার বাসিন্দা। গত ২৩ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর নমুনা পরীক্ষার পর তাঁর রিপোর্টে COVID-19 পজেটিভ আসে। এই কেসেও খুব অবাককরা বিষয় এই যে আক্রান্ত ব্যক্তি সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি. সূত্রের খবর তাঁর পরিবার এবং আত্মীয় স্বজনদের মধ্যে কারওরই সাম্প্রতিক অতীতে বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। প্রসঙ্গত এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০!

প্রসঙ্গত, রাজ্যে ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। মৃত প্রৌঢ়েরও প্রাথমিকভাবে বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস ছিল না। যদিও সে নিয়ে পড়ে নানারকম কথা উঠে এসেছিল। তবে পরে থেকে জানা যায়, ওই প্রৌঢ়ের বাড়িতে ইতালি থেকে কোনও এক আত্মীয় এসেছিল। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও এই একই কথা বলেছিলেন।  

তবে দশম আক্রান্ত প্রৌঢ়ের কোনও বিদেশ যোগ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আর এই ঘটনাই ভাবাচ্ছে সকলক। তবে এটাই কি গোষ্ঠা সংক্রমণের (community transmission)-এর সূচনা! সেই প্রশ্নই ঘুরছে সকলের মনে।
Blogger দ্বারা পরিচালিত.