পাল্লা দিয়ে মার্কিন মুলুকেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত ১০০-রও বেশি


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা। নিউ ইয়র্কে গত তিন দিন ধরে কার্যত লক ডাউন জারি। নিউ ইয়র্কের পাশাপাশি শিকাগো এবং লস এঞ্জেলসেও লক ডাউন ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্কের মেয়র মাস্ক সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণের জন্য সেনাবাহিনির সাহায্য চেয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আবেদন জানান। 

শেষ ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আর এরই মাছে এপর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে ৩৭১। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকলকে সতর্ক করে বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছেন। 
Blogger দ্বারা পরিচালিত.