ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো
Odd বাংলা ডেস্ক: ইতালিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৮৯ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো।
শনিবার ওয়াল্ড মিটার্সের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে আরো পাঁচ হাজার ৯৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৪৭২ এ পৌঁছেছে। এছাড়া আরও ৮৮৯ জনের মৃত্যু হওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ২৩ জনে পৌঁছালো।
রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাসে ইতালির সবচেয়ে সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে লোম্বার্ডিতে। শনিবার এই অঞ্চলে ৫৪২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে এখানে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৯৪৪ জনে পৌঁছেছে। একই দিন আক্রান্তের সংখ্যা দুই হাজার ১১৭ জন বেড়ে ৩৯ হাজার ৪১৫ তে পৌঁছেছে।
Post a Comment