পরাস্ত করেছিলেন স্প্যানিশ ফ্লু-কে, এবার করোনার কবল থেকে বেঁচে ফিরলেন ইতালির ১০১ বছরের বৃদ্ধ


Odd বাংলা ডেস্ক: ১৯১০-এর দশকে স্প্যানিশ ফ্লু যখন মহামারির আকার ধারণ করেছিল, তখনও সারা বিশ্বজুড়ে এমনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘাতক স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন এক ব্যক্তি। আজ ১০১ বছর বয়সে এসে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ওই বৃদ্ধ। তবে এবারেও ভাইরাসের কবোল থেকে সুস্থ হয়ে ফিরে এলেন তিনি। 

১০১ বছরের ওই বৃদ্ধ মিস্টার পি নামে পরিচিত। তাঁর জন্ম ১৯১৮ সালে অ্যাড্রিয়াটিক সাগরের উত্তর-পশ্চিম উপকূলের রিমিনি শহরে। তাঁর বেড়ে ওঠা দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে। মার্চের চতুর্থ সপ্তাহে তাঁর শরীরে কোভিড-১৯-এর নমুনা পাওয়া যায়। এই প্রথম নয় এর আগেও মহামারির কবলে পড়েছিলেন তিনি। ১৯১৮ থেকে ১৯২০-র শেষ পর্যন্ত স্প্যানিশ ফ্লু-এ আক্রান্ত ছিল ইতালি-সহ সারা বিশ্ব। 

সেবার স্প্যানিশ ফ্লুয়ে প্রাণ হারিয়েছিলেন গোটা বিশ্বের প্রায় ৫ কোটি মানুষ। সেবার ফ্লু-এর কবলে পড়েও সুস্থ হয়েছিলেন মিস্টার পি। আর এবার করোনাভাইরাসকেও পরাজিত করলেন তিনি। বৃহস্পতিবার সুস্থ হয়ে ওঠার পর হাসপাতাল থেকে তাঁকে বাড়ি নিয়ে যান তাঁর পরিবারের লোক। 
Blogger দ্বারা পরিচালিত.