আজ রাত ১২টা থেকে সারা দেশে লকডাউন ঘোষণা প্রধানমন্ত্রীর, চলবে ২১ দিন পর্যন্ত



Odd বাংলা ডেস্ক:দেশের সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, গ্রাম, অলি-গলি আজ রাত ১২ টা থেকে লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ থেকে আগামী ২১ দিন অর্থাত তিন সপ্তাহ জারি থাকবে এই লকডাউন। 

প্রধানমন্ত্রী আরও বলেন, এই সময়ে নিজের বাড়ির চারিপাশে একটা লক্ষ্ণণ রেখা টেনে রাখুন। কেউ কোনওভাবেই বাইরে না বেরোনোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাই জানিয়েছে, এটি এমন এক কঠিন রোগ যা একটি মানুষের থেকে কয়েকশো মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। 

এদিন প্রধানমন্ত্রী সারা দেশবাসীর কাছে আবেদন করেন এই পরিস্থিতিতে সেইসব মানুষগুলির কথা ভাবতে যারা নিরন্তর পরিশ্রম করে চলেছেন অসুস্থ মানুষদের সুস্থ করে তোলার জন্য। জান থাকলে এই 'জাহান'(দেশ) থাকবে বললেন প্রধানমন্ত্রী।

তবে এপ্রসঙ্গে তিনি আরও বলেন, যে লকডাউনের প্রভাব অর্থনীতিতেও পড়েছে। তবে করোনা মোকাবিলায় কেন্দ্র এবং প্রতিটি রাজ্য সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। মোদী আরও বলেন এই কঠিন পরিস্থিতে যাবতীয় কুসংস্কার থেকে বাঁচুন।  ডাক্তারের পরামর্শ ছাড়া এই সময়ে কোনও ওষুধ গ্রহণ করবেন না।

দেখুন সেই ভিডিও- 
Blogger দ্বারা পরিচালিত.