করোনা চিকিৎসা করতে গিয়ে ইতালিতে ২৩জন ডাক্তারের মৃত্যু


Odd বাংলা ডেস্ক: ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে এ পর্যন্ত কমপক্ষে ২৩ জন ডাক্তার মারা গেছেন। সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এদের মধ্যে ১৯ জন ডাক্তার লম্বারডি অঞ্চলে কাজ করতেন যেখানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সবথেকে বেশি। ৪ হাজার ৮২৪ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ডাক্তারদের সংঘটন ইতালিয়ান ফেডারেশন। মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী সর্বশেষ ১৬ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা তিন লাখ ৬৭ হাজার ৩ জন। বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এখন পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Blogger দ্বারা পরিচালিত.