ফাঁসি পিছিয়ে দিতে নয়া নাটক, এবার আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ নির্ভয়ার অপরাধীরা


Odd বাংলা ডেস্ক: নয়া দিল্লিতে রাতের অন্ধকারে ঘটে যাওয়া নির্ভয়ার গণধর্ষণ এবং হত্যা মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত অপরাধীর ফাঁসির আদেশ রদ করতে কোনও চেষ্টাই আর বাদ রাখছে না। এবার তারা দ্বারস্থ হল আন্তর্জাতিক ন্যায় আদালতের কাছে। 

ফাঁসির তারিখ যাতে পুনরায় পিছিয়ে যায় সেই উদ্দেশেই আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হল অপরাধীরা। তবে নির্ভয়ার চার অপরাধীর মধ্যে তিনজন অর্থাৎ পবন গুপ্তা, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর।

প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্ট মুকেশ সিং-এর কিউরেটিভ পিটিশনের উত্তরে জানিয়ে দেয় যে তার আর কোনও আইনি সাহায্য বাকি নেই। তাই ফাঁসির তারিখও আর পিছনো যাবে না। অপরাধী মুকেশ সিং-এর প্রাণভিক্ষার আর্জি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ খারিজ করে দেওয়ার পর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্ট আবেদন করে মুকেশ। 

আদালতের শেষ নির্দেশ অনুসারে আগামী শুক্রবার সকাল ৫.৩০-এ ফাঁসি হওয়ার কথা রয়েছে নির্ভয়া কাণ্ডের চার অপরাধী অক্ষয় সিং, মুকেশ সিং, পবন গুপ্তা এবং বিনয় শর্মার।
Blogger দ্বারা পরিচালিত.