এবার করোনা আক্রান্ত ভারতের সর্বকনিষ্ঠ, ৩ বছরের শিশুর শরীরে অদৃশ্য ভাইরাস
Odd বাংলা ডেস্ক: বুধবার তেলেঙ্গানায় দুজনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে। স্বাস্থ্য আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ওই দুই করোনা আক্রান্তের মধ্যে একজন তিন বছরের শিশুও রয়েছে। বুধবার তার লালারসের নমুনা পরীক্ষায় COVID-19 রিপোর্ট পজিটিভ এসেছ।
সূত্রের খবর, ছোট্ট ছেলেটি সম্প্রতি তার বাবা-মায়ের সঙ্গে সৌদি আরব থেকে ফিরেছিল। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, হায়দরাবাদের এক ৪৩ বছর বয়সী মহিলার শরীরে ও করোনাভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে। তবে তাঁর কিন্তু আন্তর্জাতিক ভ্রমমের কোনও নজির পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি হয়তো কোনও করোনা আক্রান্তের সান্নিধ্যে এসেছিলেন, আর তা থেকেই রোগ ছড়িয়েছে তাঁর মধ্যেও।
নতুন এই দুটি কেস যোগ করলে সে রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে ৪০। পাশাপাশি করোনার লক্ষণ রয়েছে এমন সন্দেহভাজন ৫০জনকে বুধবার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছিল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৬৬৪ এবং প্রাণ হারিয়েছেন ১২ জন।
Post a Comment