করোনা মোকাবিলায় তিহার জেল থেকে ছাড়া হচ্ছে ৩০০০ কয়েদি, যার মধ্যে ১৫০০ দাগি আসামী


Odd বাংলা ডেস্ক: করোনা ঠেকাতে ভারত সরকার নিজের কর্মসূচী অব্যাহত রেখেছে। ভারতের একের পর এক রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনা আতঙ্ক। রাজস্থান, গুজরাত, পশ্চিমবঙ্গ লকডাউন জারি হয়েছে বহু জায়গায়। এরই মধ্যে ইরানের কায়দায় জেল থেকে বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। কিছুদিন আগে ইরানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর ৭০ হাজার বন্দিকে মুক্তি দিয়েছিল সে দেশের প্রশাসন। এবার ভারতীয় সেভাবেই বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। জানা গিয়েছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে তিন হাজার বন্দিকে মুক্তি দেওয়া হবে তিহার জেল থেকে। এদের মধ্যে ১৫০০ জনকে প্যারোলে ছাড়া হবে ও বাকিদের অন্তর্বর্তী জামিনে ছাড়া হবে। সোমবার তিহার জেল কর্তৃপক্ষের তরফ থেকে একথা জানানো হয়েছে। এদিকে দেশের অন্তত ৮০ টি শহরে জারি হয়েছে লকডাউন। সোমবার বিকেল থেকে লকডাউন জারি হয়েছে কলকাতাতেও। দেশজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৫০। মৃত্যু হয়েছে ১০ জনের।
Blogger দ্বারা পরিচালিত.