করোনাভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট, পুলিশের জালে গ্রেফতার অভিযুক্ত
Odd বাংলা ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি ভুয়ো খবর ছড়িয়ে থাকে। তবে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর প্রচার করা রুখতে এবার কঠোর ব্যবস্থা নিল পুলিশ। ওড়িশার রায়াগাডা জেলার এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় করোনাভাইরাস নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ৩২ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
অভিযুক্তের নাম সত্যনারায়ণ সমল ওরফে দিপু। পুলিশ সূত্রে খবর, সত্যনারায়ণ সম্প্রতি একটি ফেসবুক পোস্ট করেন। তাতে বলা হয়, কেরালা থেকে ওড়িশায় আসা এক ব্যক্তির করোনাভাইরাস ধরা পড়েছে। রায়গাদায় তাঁর চিকিত্সা চলছে। জেরায় ওই যুবক দাবি করে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সে ওই ছবিটি পেয়েছে।
খবরটি পুলিশের কানে আসায় শুরু হয় তদন্ত। দেখা যায়, রায়গাদার কোনও হাসপাতালে করোনায় আক্রান্ত কারও চিকিত্সা চলছে না। খবরটি যে সম্পূর্ণ ভুয়ো সে বিষয়ে পুলিশ নিশ্চিত হওয়ার পর, ওই যুবকে গ্রেফতার করা হয়।
Post a Comment