দুঃখের খবর! আপনার সন্তান আর দেখতে পাবে না জোনাকি, বিলুপ্তির পথে পরিবেশ দূষণের কারণে


Odd বাংলা ডেস্ক: আবাসস্থল হারানো, কীটনাশকের ব্যবহার এবং কৃত্রিম আলোর কারণে প্রায় ২ হাজার প্রজাতির জোনাকি যে কোনও সময় বিলুপ্ত হয়ে যেতে পারে। জীবনচক্র পূরণের জন্য সুনির্দিষ্ট আবহাওয়া প্রয়োজন জোনাকিদের। জার্নাল বায়োসায়েন্সে এ তথ্য জানিয়েছেন টাফটস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের প্রফেসর সারা লিউস।

 সমন্বিত আলোক বিচ্ছুরনের জন্য বিখ্যাত মালেয়শিয়ান জোনাকি। তাদের প্রজননের জন্য ম্যানগ্রোভ বনভূমি অত্যন্ত জরুরি। এই বনভূমিগুলো পরিণত হয়েছে পম বাগানে। আরেকটি বড় সমস্যা হলো কৃত্রিম আলো। এই প্রাণীগুলোর জন্য এটি দ্বিতীয় সর্বোচ্চ হুমকি। মালেয়শিয়া, তাইওয়ান ও জাপানের মতো দেশগুলোয় ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জোনাকি পর্যটন। প্রতিবছর প্রায় ২ লাখ পর্যটক এসব জোনাকির তৈরি আলো দেখতে যাচ্ছেন। সংখ্যা কমে যাওয়ার এটিও একটি বড় কারণ।
Blogger দ্বারা পরিচালিত.