বাড়ি থেকে বের হলেই জেলে যেতে হবে এবার
Odd বাংলা ডেস্ক: বিশ্বব্যাপী ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাস। প্রায় ১০৯টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এ ভাইরাসটি। এদিকে চীনের পর সবচেয়ে কঠিন সময় পার করছে ইউরোপের দেশ ইতালি। ইতালিতে ভয়ংকর রূপ নিয়েছে করোনা ভাইরাস।
ইতালিতে প্রাণঘাতী এ ভাইরাসের ছোবলে একদিনে সর্বোচ্চ ১৩৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ১৫০০ জন। রবিবার (০৮ মার্চ) এ নিয়ে মৃতের সংখ্যা ৩৬৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত ছাড়িয়েছে ৭ হাজার ৩০০।
করোনা ভাইরাসের প্রভাবে ইতালির লম্বার্ডি অঞ্চল ও ১৪টি প্রদেশে কমপক্ষে এক কোটি ৬০ লাখ নাগরিককে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জোসেপ কোঁতে। তিনি আরও জানান, এ অবস্থা আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত বলবত থাকবে। সেখান থেকে কোনো বাসিন্দা সরকারের অনুমতি ছাড়া বের হতে পারবেন না বলেও জানানো হয়েছে। এছাড়া ইতালি জন সুরক্ষা অধিদপ্তর এক ঘোষণায় জানায়, যদি কেউ কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙে, তবে তাকে অবশ্যই তিন মাসের কারাদণ্ড দেয়া হবে। সেই সঙ্গে ২৫০ ইউরো জরিমানা গুনতে হবে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জিমনেশিয়াম, পুল, জাদুঘর ও স্কি রিসোর্টগুলো বন্ধ করে দেয়া হয়েছে। নতুন পদক্ষেপগুলো বাণিজ্যিক কেন্দ্র মিলান ও পর্যটন শহর ভেনিসেও আগামী ৩ এপ্রিল পর্যন্ত বলবত থাকবে বলে জানান ইতালির প্রধানমন্ত্রী জোসেপ কোঁতে।
Post a Comment