বাড়িতে বাড়িতে লাশ পাচ্ছে স্পেনের সেনারা!


Odd বাংলা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের ইতালির পর ভয়াবহ অবস্থা স্পেনে। ইতোমধ্যে প্রাদুর্ভাব ঠেকাতে সেনাবাহিনী নামিয়েছে দেশটি। সোমবার (২৩ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবলস জানিয়েছেন, যেসব বয়স্করা বাড়িতে কোয়ারেন্টাইন অথবা আইসোলেশনে আছেন তাদের অধিকাংশের বাড়িতে গিয়ে মরদেহ পাচ্ছে সেনাবাহিনীরা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, স্পেনের মাদ্রিদ শপিং সেন্টারটি সাময়িকভাবে মর্গে পরিণত করা হয়েছে। যে বাড়িগুলোতে মরদেহ পাওয়া গেছে সেগুলো জীবাণুমুক্ত করার কাজ করছে দেশটির সেনাবাহিনী। ইতোমধ্যে স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ১৩৬ জন। এতে মারা গেছেন ২ হাজার ৩১১ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৫৫ জন। 

 বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৬ হাজার ৫১৪ জন দাঁড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ৮৫৯ জন। বিশ্বের ১৯৫ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে এখন পর্যন্ত এক লাখ দুই হাজার ৬৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)। এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং পোষা প্রাণির সংস্পর্শ এড়িয়ে যেতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।
Blogger দ্বারা পরিচালিত.