শেওড়াফুলির প্রৌঢ়ের শরীরে মিলল করোনাভাইরাস, রাজ্যে আক্রান্ত বেড়ে ২১


Odd বাংলা ডেস্ক: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন আরও এক বৃদ্ধ। এবার হুগলির শেওড়াফুলির বাসিন্দা ৫৯ বছরের ওই প্রৌঢ়ের শরীরে কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেল। যার ফলে গোটা রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ২১। 

সূত্রের খবর, ওই প্রৌঢ় দুর্গাপুরের একটি সংস্থায় চাকরি করেন। ট্রেনে করেই অফিসে যাতায়াত করতেন তিনি। গত ১৬ মার্চ থেকেই প্রথম জ্বর এবং সেইসঙ্গে তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে থাকেন তিনি। ওষুধে সাময়িক আরাম পেলেও ২১ মার্চ ফের জ্বর হয় তাঁর। 

এরপর শনিবার শেওড়াফুলির ওই বাসিন্দাকে সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর করোনার উপসর্গ থাকায় তাঁর লালারসের নমুনা পাঠানো হয় নাইসেডে। পরীক্ষায় ওই ব্যক্তি করোনা আক্রান্ত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে কীভাবে তিনি করোনায় আক্রান্ত হলেন তা নিয়ে এখন ধন্দে ডাক্তাররা। জ্বর নিয়েও তিনি অফিস করেছিলেন বলে জানা যায়। সেখানে আরও মানুষ সংক্রামিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। 
Blogger দ্বারা পরিচালিত.