পশ্চিমবঙ্গে এই প্রথম করোনা আক্রান্ত হলেন চিকিৎসক,সঙ্গে আরও এক বৃদ্ধ, আক্রান্ত বেড়ে ২০


Odd বাংলা ডেস্ক: এ রাজ্যে এই প্রথম।  করোনায় আক্রান্ত হলেন একজন চিকিৎসক। সংবাদ সংস্থা সূত্রে খবর, আক্রান্ত ওই চিকিৎসক   আলিপুর কম্যান্ড হাসপাতালে কর্মরত। পঞ্চাশোর্ধ এই অ্যানাসথেটিস্ট এই ব্যক্তির সোয়াব নমুনা পাঠানো হয় নাইসেডে। রবিবার বিকেলে সেই রিপোর্ট পজেটিভ আসে। 

এই খবরে খুব স্বাভাবিকভাবে উদ্বেগ তৈরি হয় স্বাস্থ্যমহলে, কারণকরোনা আক্রান্ত অবস্থাতেই ওই চিকিৎসক বহু রোগী দেখেছেন। আর সবথেকে আশঙ্কার কথা এই যে, তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সঙ্গে যুক্ত। আর সেই কারণেই বহু ক্রিটিক্যাল রোগীর সংস্পর্শে তাঁকে আসতে হয়। 

সূত্রের খবর, ওই চিকিৎসক সম্প্রতি দিল্লি গিয়েছিলেন। ১৭ মার্চ দিল্লি থেকে ফেরেন। তারপর সুস্থই ছিলেন। কিন্তু এরপর আচমকাই নানা উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে। এরপর হাসপাতালেই আইসোলেশনে ছিলেন তিনি। এরপরই তাঁর নমুনা পাঠানো হয় নাইসেডে। সেখান থেকে রবিবার রিপোর্ট আসে। পাশাপাশি আরও এক ৬৬বছর বয়সী এক বৃদ্ধের শরীরেও করোনার লক্ষণ পাওয়া গিয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.