Holi 2025: বাড়িতে হোলি পার্টি দিতে চান? ভরপুর আনন্দ নিতে মেনে চলুন কয়েকটি টিপস


ইন্দ্রাণী মুখোপাধ্যায়, Odd বাংলা: আজকাল অন্যান্য উৎসব অনুষ্ঠানের মতো হোলি নিয়ে মানুষের মনে মাতামাতি কিন্তু কিছু কম নয়। বন্ধু-বান্ধব, পরিবার সকলে একসঙ্গে হোলি বা দোল উদযাপন করার মধ্যে যে আনন্দ রয়েছে তা অমূল্য। অনেকেই এমন রয়েছেন যে বাড়িতেই হোলি পার্টি আয়োজন করতে চাইছেন, তাঁদের জন্য রইল কিছু বিশেষ টিপস-

১) আমন্ত্রণপত্র- পার্টিতে আসার জন্য সবার আগে পাঠাতে হবে আমন্ত্রণপত্র। এর জন্য আর্চিস থেকে কিনে নিতে পারেন রঙবেরঙের কার্ড। তবে আজকাল ডিজিটাল কার্ডের যুগে যেকোনও ভিডিও এডিটর মোবাইল অ্যাপের সাহায্যে বানিয়ে নিতে পারেন ওয়েলকাম মেসেজ। 

২) ড্রেসকোড- হোলি মানেই রঙের উৎসব। আর যেকোনও রঙ সবচেয়ে বেশি ফোটে সাদা রঙের ওপর। তাই সাদা রঙের পোশাক বিধি রাখুন অতিথিদের জন্য হোলি পার্টি জমে যাবে। 

৩) মিউজিক- দোলের পার্টিতে গানবাজনা হবে না এমনটা তো হতেই পারে না। এর জন্য একটা সাউন্ড ট্র্যাক আগে থেকেই অ্যারেঞ্জ করে রাখুন। পছন্দ হলে যোগ করতে পারেন ডিজে মিক্স। তবে অবশ্যই তা যেন একটি নির্দিষ্ট মাত্রায় বাজানো হয় সেই দায়িত্ব আপনারই। 

৪) খানা-পিনা- দোলের পার্টিতে খাওয়া-দাওয়া কিন্তু মাস্ট। তাই স্টার্টার-এ কী থাকবে আর লাঞ্চেই বা কী খাওয়াবেন তা আগে থেকে তালিকা করে রাখুন। স্টার্টারে রাখুন শুকনো খাবার, ভুজিয়া, গাঠিয়া,চাট, বিভিন্ন ধরনের শুকনো সন্দেশ। খুব ভাল হয় যদি বেনারসি পান থাকে তালিকায়। তবে ঠান্ডাই ছাড়া হোলির খাওয়া-দাওয়া সম্পূর্ণ হয় না। সেজন্য কেশর, পেস্তা, বাদামের মতো ফ্লেভারের ঠান্ডাই রাখুন। তবে মদ্যপানের ব্যবস্থা করতে চাইলে সেই কাউন্টারটি আলাদা রাখুন। আর পর্যাপ্ত খাওয়ার জলের ব্যবস্থা রাখতেও যেন ভুলবেন না।

৫) আবীর আর জলের বন্দোবস্ত- হোলির পার্টি তো রঙ ছাড়া জমেই না। সেজন্য রাখুন রঙবেরঙের আবীর। সেইসঙ্গে জলে গোলা রঙও রাখতে পারেন তালিকায়। তবে জলে গোলা রঙের একটা বড় অসুবিধা হল যে, এতে আপনার বাড়ি বা গার্ডেন কাদা-কাদা হয়ে যেতে পারে। তার মধ্যে অনেকক্ষণ গায়ে জল বসলে সর্দি-কাশির সমস্যাও হতে পারে। তাই আনন্দটা আবীরেই সীমিত রাখার চেষ্টা করুন। গার্ডেন চত্বরে বড় বড় ছাতা অ্যারেঞ্জ করুন। 

৬) উপহার- পার্টিতে আগত অতিথিদের মন খুশি করে দিতে পারে ছোট্ট একটা উপহার। আর আমার মতে সবচেয়ে ভাল উপহার বোধ হয় কাউকে সেরা মুহূর্তগুলি ফিরিয়ে দেওয়া। এর জন্য হোলি পার্টির বিভিন্ন মুহূর্ত বন্দি করুন ক্যামেরায়। এরপর সেই ছবিই পার্সেল করে পাঠিয়ে দিন আমন্ত্রিতদের বাড়ি। 
Blogger দ্বারা পরিচালিত.