জানতেন কি? গান শুনলে বেশি দুধ দেয় গরু, সারাজীবন ঘুমোয় না মাছি, মহিলা ক্যাঙারুর তিনটি যৌনাঙ্গ


Odd বাংলা ডেস্ক: এই বিশ্ব-ব্রহ্মাণ্ডে কতকিছুই না ঘটে। সবটা মানুষের পক্ষে জানা হয়তো সম্ভব হয় না। কিন্তু সবথেকে অদ্ভুত বিষয় হল এই পৃথিবীর বুকে অসংখ্য প্রাণী রয়েছে যাদের জীবনে জড়িয়ে রয়েছে নানারকমের আজগুবি ঘটনা। জানেন সেগুলি?-

১) পরীক্ষা করে দেখা গিয়েছে দুধেল গাভীর দুধ দোয়ানোর সময় যদি মিষ্টি সুরে গান বাজানো হয়, তাহলে নাকি পরিমাণের তুলনায় বেশি দুধ দেয় গরু। 

২) একটি পুরুষ উটপাখি অবিকল সিংহের মতো গর্জন করতে পারে। 

৩) মুরগির ছানারা নিজেদের মধ্যে এবং তাদের মায়ের সঙ্গে এক অদ্ভুত সুরের মাধ্যমে কথোপকথোন চালায়। 

৪) প্রজাপতি তার পায়ের সাহায্যে ফুলের রেণুর স্বাদ গ্রহণ করে। 

৫) একটি মাছির গড় আয়ু ২৮ দিন। আর এই কদিনের জীবনে একবারের জন্যও ঘুমোয় না মাছি। 

৬) একটি মেয়ে ক্যাঙারুর তিনটি যৌনাঙ্গ থাকে। 

৭) একটি তিমি মাছের হৃপপিণ্ড এক মিনিটে ৯ বার ধুকপুক করে। 

৮) জানতেন কি শূকরের ওর্গাজম হয়? যা স্থায়ী হয় ৩০ মিনিটের জন্য।

৯) খেলা করার সময় ছেলে কুকুর ছানারা সবসময মেয়ে কুকুর ছানাদের জিতিয়ে দিতে চায়, তা সে ছেলেরা যতই শারীরিক দিক থেকে ফিট থাকুক না কেন। 

১০) একটি প্রাপ্তবয়স্ক কুকুরের নাকের ছাপ অনেকটা মানুষের আঙুলের ছাপের মতো। নাকের ছাপই একটি কুকুর থেকে অন্য কুকুরকে আলাদা করে দেয়। 

১১) কোয়ালাদের গাছের জড়িয়ে থাকার ছবি অনেকই দেখেছেন। দেখতে ভারি মজাদার মনে হলেও এর পেছনে একটা বিশেষ কারণ রয়েছে। গরমের দিনে গাছের গা জড়িয়ে থাকার জন্য কোয়ালা ভালুকদের শরীরের উষ্ণতা ৬৮ শতাংশ কমে যায়। 

১২) চিংড়ি মাছ সর্বদা উল্টো সাঁতার কাটে।

১৩) মানুষের সঙ্গে শিম্পাঞ্জির ডিএনএ ৯৮.৪ শতাংশ মিলে যায়। 

১৪) জলহস্থীর শরীর থেকে এক ধরণের তৈলাক্ত পদার্থ নিঃসরণ হয়। যা কিনা অনেকটা ময়েশ্চারাইজিং সানস্ক্রিনের মতো কাজ করে। 

১৫) শিশু জিরাফ জন্মের আধ ঘণ্টার পরই দাঁড়াতে পারে। 

১৬) জননের সময় একটি সিংহী দিনে ১০০ বার সঙ্গম করতে পারে। 
Blogger দ্বারা পরিচালিত.