বাস্তু মতে আপনার ভাগ্য নির্ণয় করতে পারে আপনার জুতো জোড়া


Odd বাংলা ডেস্ক: সুন্দর করে সাজগোজ করলেও জুতো নিয়ে সচরাচর কেউ একটা গুরুত্ব দেন না। তবে কেবল সৌন্দর্যের জন্যই নয়, বাস্তুশাস্ত্র মতে আপনায়ের পায়ের জুতো অনেক কিছুরই ইঙ্গিত দেয়। জেনে নিন বিস্তারিত-
  1. জুতোর র‌্যাকে জুতো রাখার ব্যাপারে বাস্তু অনুসারে, উত্তর-পশ্চিম দিকে মুখ করে জুতো না রাখাই ভাল। এই দিককে সূর্যালোক প্রথম স্পর্শ করে। তাই এই দিকে সেখানে জুতো রাখলে নেগেটিভ এনার্জি জন্ম নেয়।
  2. ছেঁড়া জুতো যত তাড়াতাড়ি সম্ভব ফেলে দিন। এমন জুতো আপনাকে আর্থিকভাবে সহায় সম্বলহীন করে ফেলতে পারে।
  3. বাস্তু মতে, চুরি করা জুতো বা উপহারে পাওয়া জুতো না পরাই মঙ্গল। এতে আপনি লক্ষ্যচ্যুত হতে পারেন। এর ফলে আপনার কেরিয়ারও মুখ থুবড়ে পড়তে পারে।
  4. টেবিলে বা বিছানায় কখনওই জুতো রাখবেন না। এতে ডেথ এনার্জি জন্ম নেয়, যা আর্থিক ক্ষতির পাশাপাশি আপনার সার্বিক ক্ষতি ডেকে আনতে পারে। 
  5. মেডিক্যাল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কখনওই সাদা জুতো পরবেন না। এতে করে তাঁদের আর্থিক বিপর্যয় ঘটতে পারে।
  6. কাজের জায়গায় বাদামী রঙের জুতো পরে যেতে নিষিদ্ধ করে বাস্তুশাস্ত্র। এতে কাজ ভন্ডুল হয়ে যেতে পারে। 
  7. ব্যাঙ্কিং বা শিক্ষাজগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য কর্মস্থলে কফি রঙের জুতো পরলে দুর্ভাগ্য নেমে আসতে পারে।
  8. বাস্তুশাস্ত্র মতে, খাবার খেতে খেতে জুতো পরা নিষিদ্ধ। এতে নেগেটিভ এনার্জি জন্ম নেয়।
Blogger দ্বারা পরিচালিত.