না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়


Odd বাংলা ডেস্ক: দীর্ঘ রোগভোগের পর প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন সন্তু মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। অবশেষে ১১ মার্চ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন রাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। 

বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও সাম্প্রতিককালে একাধিক ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেছিলেন সন্তু মুখোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি চমৎকার গানও গাইতেন তিনি। শেষ তাঁকে দেখা গিয়েছিল স্টার জলসার মোহর ধারাবাহিকে, যদিও অসুস্থতার কারণেই অভিনয় ছেড়ে দেন তিনি। তাঁর মৃত্যুতে খুব স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে শিল্পীমহলে।

তপন সিংহের ‘রাজা’ ছবি দিয়ে তাঁর বড়পর্দায় অভিষেক। এরপর একে একে হরনাথ চক্রবর্তী, তরুণ মজুমদার-এর মতো পরিচালকের ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ‘সংসার সীমান্তে’, ‘হারমোনিয়াম’, ‘গণদেবতা’-সহ অসংখ্য হিট ছবিতে তিনি অভিনয় করেছেন। দর্শকদের মনে তিনি অমর হয়ে থাকবেন। 
Blogger দ্বারা পরিচালিত.