আবার চীনে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা, হুবেই প্রদেশে একজনের দেহে মিললো করোনা ভাইরাস


Odd বাংলা ডেস্ক: ছয় দিন পর চীনের হুবেই প্রদেশে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। সোমবারের (২৩ মার্চ) হালনাগাদ তথ্যে স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এদিন চীনে মোট ৭৮ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭৪ জনই বাইরে থেকে আসা। আর হুবেই প্রদেশে ছয় দিন পর এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে করোনাভাইরাসে চীনে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিন হাজার দুইশ ৭৭ জনে। এর মধ্যে ভাইরাসের শনাক্তস্থল হুবেই প্রদেশেই মারা গেছেন তিন হাজার একশ ৬০ জন। 

 অন্যদিকে ভাইরাসে চীনে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার একশ ৭১ জন। যার মধ্যে ৭৩ হাজার একশ ৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য কমিশন। গত কয়েকদিন ধরে চীনে স্থানীয় সংক্রমণের মাধ্যমে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা কমতে থাকলেও, বাইরে থেকে আসা লোকজনের মাধ্যমে তা বাড়তে থাকে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে চারশ ২৭ জন বাইরে থেকে আসা। বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ১৬ হাজার পাঁচশর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭৮ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ২ হাজারের বেশি।
Blogger দ্বারা পরিচালিত.