করোনা আতঙ্কেই গেল চাকরি, ৫১০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত বিমান সংস্থার


Odd বাংলা ডেস্ক: একেই করোনার কামড়, তার ওপর আবার চাকরি খোয়ানোর আশঙ্কা। বিমান সংস্থা এয়ার কানাডার তরফে প্রায় ৫১০০ বিমান কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। দেশের সবচেয়ে বড় উড়ান সংস্থার তরফে বিভিন্ন রুটে বিমান উড়ান ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। 


করোনা আতঙ্কে পরিবহন ব্যবস্থা কার্যত মুখ থুবড়ে পড়েছে। আর সেইকারণেই আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু কিছু কম নয়। আর সেই কারণেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে এই বিমান সংস্থা। তবে সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে এই ছাঁটাই কেবলই সাময়িক। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পুরো দমে কাজে ফিরবেন কর্মচারীরা। জারি হয়েছে এমনই নির্দেশিকা। 
Blogger দ্বারা পরিচালিত.