করোনা আটকাতে অসমর্থ আমেরিকা, মৃতদেহ রাখার জায়গা নেই, তাই আনা হচ্ছে রেফ্রিজেরেটর ট্রাক


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের তাণ্ডবে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে আমেরিকার অধিকাংশ মানুষের অসহায় দৃষ্টি এখন সরকারি সহযোগিতার দিকে। সরকারের রাজস্ব বিভাগ ‘আইআরএস’ জানিয়েছে নাগরিকেরা ঘরে বসেই সাহায্যের অর্থ পাবেন। হাজার হাজার ভয়ার্ত ফোন কল যাচ্ছে কর বিভাগে। ২৬ মার্চ বৃহস্পতিবার আইআরএস থেকে জানানো হয়েছে, নাগরিকদের এ অর্থ পাওয়ার জন্য কিছুই করতে হবে না। যাঁরা চলতি বছর ট্যাক্স রিটার্ন করেননি বা করতে পারেননি, তাঁদের আগের বছরের বিবরণী দেখে অর্থ প্রেরণ করা হবে। নিউইয়র্কে হাসপাতালে হিমায়িত ট্রাক রেখে একের পর এক মরদেহ ওঠানো হচ্ছে। করোনাভাইরাস আক্রান্ত কেউ মারা গেলেই এলমাহার্স্ট হাসপাতালের বেড খালি হচ্ছে। নিউইয়র্কে একদিনে ৮৫ জনের মৃত্যু হয়েছে। কিন্তু এরই মাঝে
এলমা কুইন নামে এক নার্স দিয়েছেন ভয়ঙ্কর তথ্য। তিনি জানিয়েছেন। শুধুমাত্র নিউইয়র্কেই এত বেশি আক্রান্তের সংখ্যা যে মানুষ সামলাতে পারছেন না। হাসপাতালগুলিতে যেথেষ্ট পরিষেবা নেই। নেই যথেষ্ট মাস্ক ও দরকার ওষুধ। তাই ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এদিকে এরই মধ্যে মৃতদেহ রাখার জন্য রাখার জন্য আনা হয়েছে ট্রাক। 
Blogger দ্বারা পরিচালিত.