করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নামল ভারতীয় সেনা, শুরু হল 'অপারেশন নমস্তে'
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে এবার ময়দানে নামল সেনাবাহিনী। করোনাভাইরাস মোকাবিলায় ভারতীয় সেনার বিশেষ অভিযান 'অপারেশন নমস্তে'। শুক্রবার আর্মি চিফ জেনারেল এম এম নারভানে জানান, তাঁর বাহিনীর সকল সদস্যের কর্তব্য মহামারি মোকাবিলায় সরকারকে সাহায্যে সাহায্য করা।
আর্মি চিফ জেনারেল তাঁর বাহিনীকে নিয়ন্ত্রণরেখায় মোতায়েন হওয়ার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত এখনও পর্যন্ত সারা দেশে ৮টি কোয়ারেন্টাইন গড়ে তুলেছে ভারতীয় সেনা। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য কার্যত যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমেছেন ভারতীয় সেনাবাহিনী। আর্মি চিফ জেনারেল আরও বলেছিলেন, কৌশলগত ও পরিচালনগত কারণে সেনাবাহিনী দ্বারা সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি। কিন্তু তাঁরা দেশকে রক্ষার জন্য তাঁদের নিজেদের সুরক্ষিত ও সুস্থ রাখা জরুরি, এই বিষয়টি মাথায় রেখে গত কয়েক সপ্তাহে একাধিক নিয়ম-নির্দেশিকা জারি করেছেন।
তিনি সেনাদের পরিবারের মানুষদের আশ্বস্ত করে বলেছেন যে, তাঁরা বর্তমানের কঠির পরিস্থিতিতে তাদের পরিবার থেকে দূরে থেকে দায়িত্ব পালন করছেন। তাই তাঁদের কাছের এবং প্রিয়জনদের উদ্বিগ্ন হতে নিষেধ করেছেন এবং জানিয়েছে সেনাবাহিনীই প্রত্যের যোদ্ধার যত্ন নিচ্ছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার করোনাভাইরাসের বিস্তার রোধে সারা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করে বলেছেন যে এই রোগের মোকাবেলায় সামাজিক দূরত্বই একমাত্র বিকল্প, এটি মেনে চললেই এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়া রোধ করা যাবে।
Post a Comment