পোস্টমর্টেমই যাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়


Odd বাংলা ডেস্ক: সম্মোহনবিদ্যা জাদুবিদ্যারই এক রহস্যময় অধ্যায়। বিখ্যাত জাদুকর ওয়াশিংটন আরভিন বিশপের বাবা ছিলেন একজন মিডিয়াম। তিনি আত্মার সঙ্গে কথা বলতে পারার দাবি করতেন। কিন্তু অরভিন এসব ট্রিক্সে বিশ্বাস করতেন না। তাই নিজেই এক সাইকিকের শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন যাতে এসব ধোঁকাবাজির ব্যাপারে হাটে হাঁড়ি ভাঙতে পারেন। কিন্তু এ সময় তার মধ্যে পরিবর্তন আসে। একসময় নিজেই জেনে যান সব রহস্য।

 এরপর মানুষের মুখ ও অঙ্গভঙ্গি দেখে কী ভাবছেন, এসব বলে দিতে পারতেন। কিন্তু দর্শকদের কাছে আগেই বলে নিতেন, তার কোনো বিশেষ ক্ষমতা নেই। ১৮৮৯ সালে শো চলাকালে তিনি স্টেজে অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর আবার জেগে উঠে শো শেষ করেন। এরপর আবার অজ্ঞান হয়ে যান এবং আর জেগে ওঠেননি। কেউ কেউ ধারণা করেন, তিনি আসলে মারা যাননি। বরং অন্যান্য মিডিয়ামের মতো ধ্যানের একটি পর্যায়ে চলে গিয়েছিলেন। তার মা দাবি করেন, এই ধ্যানে থাকার সময় ময়নাতদন্ত করার ফলেই মৃত্যু হয় তার।
Blogger দ্বারা পরিচালিত.