লকডাউনেও মিলবে মদ! তবে চাই ডাক্তারের প্রেসক্রিপশন


Odd বাংলা ডেস্ক: মদ না পেয়ে আত্মহত্যা! হ্যাঁ এইরকমই ঘটনা ঘটেছে কেরলে। সারা দেশে লকডাউন জারি হওয়ার পরই বন্ধ করে দেওয়া হয়েছে মদের দোকান। আর তারপর থেকেই পর পর বেশিকিছু আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে। পাশাপাশি অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

তবে এবার কেরল সরকার মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, তবে অবশ্যই তা করা হবে চিকিৎসকের পরামর্শ অনুসারে। লকডাউনের পর থেকে কেরলের বিভিন্ন অঞ্চলে তিনজনের আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে। মৃতের আত্মীয়দের অভিযোগ ছিল যে, তাঁরা মদ খেতে না পেয়ে চরম মানসিক অশান্তি ভোগ করতেন, রীতিমতো বিরক্তও হতেন। গত শনিবার অসংখ্য মানুষ উইথড্রল সিন্ড্রোম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেও খবর। 

এই যাবতীয় বিষয় বিবেচনা করে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন যে আবগারি দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ডাক্তারদের প্রেসক্রিপশনের ভিত্তিতে সকলকে মদ সরবরাহ করা হবে। তবে পিনারাই বিজয়ন আরও বলেছেন, এই উইথড্রল সিনড্রোমে আক্রান্ত সকলকেই সরকারি অর্থে চিকিৎসার ব্যবস্থা করা হবে। 
Blogger দ্বারা পরিচালিত.