ট্রেনের কোচেই গড়ে তোলা হবে আইসোলেশন ওয়ার্ড, নির্দেশ রেলমন্ত্রকের


Odd বাংলা ডেস্ক: করোনা ভাইরাস মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি রাজ্য সরকারের তরফেও নেওয়া হচ্ছে যথাযোগ্য ব্যবস্থা। তবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে স্বাস্থ্য পরিষেবা কাঠামো ততটাও উন্নত নয়, সেখানে ট্রেনের কোচকে আইসোলেশন ওয়ার্ড হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। 

রেল মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ট্রেনের কোচে আইসোলেশন ওয়ার্ড এবং ভেন্টিলেটরের বন্দোবস্ত করার। প্রসঙ্গত, করোনা মোকাবিলায় এই বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল। 


প্রসঙ্গত, এর আগে রেল মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, করোনা পরিস্থিতির মধ্যে যেসব ট্রেন বাতিল করা হয়েছে, অনলাইনে তাদের টিকিট বাতিল করার কোনও প্রয়োজন নেই। ইটিকিটের ক্ষেত্রে যাত্রীরা যে অ্যাকাউন্ট ব্যবহার করে টিকিট কেটেছিলেন, তাতেই টিকিটের টাকা ফিরিয়ে দেবে রেল মন্ত্রক।
Blogger দ্বারা পরিচালিত.