করোনা প্রতিরোধে তালপাতার তৈরি মাস্ক পরেছেন বস্তারের আদিবাসীরা
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় ছত্তিশগড়ের বস্তারের উপজাতি জনপদ করোনা ভাইরাসের মোকাবিলায় এক অনন্য উপায় বের করেছে। বস্তারেরে এই উপজাতির মানুষদের সঙ্গে কেমিস্টের দোকানের দূর দূরান্তে কোনও সম্পর্ক নেই। আর সেই কারণে উপজাতি সম্প্রদায়ের মানুষরা করোনা মোকাবিলায় নিজেরাই নিজেদের সুরক্ষার বন্দোবস্ত করেছেন।
বস্তারের গ্রামের মানুষরা তালপাতা থেকে মাস্ক বানিয়ে পরেছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২১দিনের লকডাউনকে সমর্থন করেই উপজাতি অধ্যুষিত সমস্ত মানুষজন ঘরে বসেই দিন কাটাচ্ছেন। মারণ রোগ করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে সর কারি সাহায্যের জন্য অপেক্ষা না করে এভাবেই নিজেদের সুরক্ষা নিজেরাই গড়ে তুলেছেন বস্তারের আদিবাসী মানুষরা।
এক গ্রামবাসীর কথায়, তাঁরা যখন করোনাভাইরাস সম্পর্কে তথ্য পেয়েছেন, তখন আমরা জানতেন যে এক্ষেত্রে তাঁদের নিজের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। কারণ, তাঁরা শহর থেকে অনেক দূরে রয়েছেন এবং তাঁরা তাৎক্ষণিক কোনও সহায়তা পাবেন না। তাঁরা যেহেতু মাওবাদী অধ্যুষিত অঞ্চলে থাকেন তাই এখান থেকে আসা-যাওয়াও সহজ নয়। তাই নিজেদের সুরক্ষা বলয় নিজেরাই গড়ে তুলেছেন তাঁরা।
Post a Comment