দোলের রঙ মুখ থেকে তোলার কয়েকটি সহজ ও প্রাকৃতিক নিয়ম
Odd বাংলা ডেস্ক: দোল খেলার পর দোলের রঙ তোলা নিয়ে খুবই কসরত করতে হয়। কিন্তু এই সহজ ঘরোয়া উপায়গুলি মেনে চললে দোলের রঙ তোলা খুব একটা কঠিন কাজ হবে না।
- রঙ তোলার জন্য প্রাকৃতিক ভেষজ উপাদান যেমন বেসন, চন্দন, গোলাপজল, হলুদ ত্বকের পক্ষে খুবই উপকারী। মুখ ভাল করে ধুয়ে নিয়ে এইসগুলি দিয়ে তৈরি করা ফেসপ্যাক ব্যবহার করুন।
- রং তোলার জন্য ক্ষতিকারক রাসায়নিক যুক্ত সাবান বা ক্ষারীয় ফেসওয়াশ ব্যবহার করবেন না। এতে করে ত্বকের স্বাভাবিক টেক্সচার নষ্ট হয়ে যায়।
- অর্গ্যানিক বা হার্বাল অয়েল বা ফেসওয়াশ ব্যবহার করে আস্তে আস্তে রঙ তোলার চেষ্টা করুন।
- কোনও রঙ যদি জেদী হয় এবং ত্বকের ওপর থেকে উঠতেই না চায়। তাহলে জোর করে তা তোলার একেবারই চেষ্টা করবেন না। তুলো অলিভ অয়েলে ভিজিয়ে রং তুলুন। এতে দেখবেন রঙ সহজেই উঠে আসবে।
Post a Comment