আজ বৌদিরা শুধুই দেওরের, ভারতের হোলির এক অদ্ভুত রীতি


Odd বাংলা ডেস্ক:  কোথাও দেওর-বৌদির খুনসুটি | তো‚ কোথাও সুন্দরীদের হাতে প্রহার | ভারতের নানা অংশে হোলির সঙ্গে জড়িয়ে আছে এরকম নানা রীতি | অন্যকে রাঙিয়ে তোলা মূল উপলক্ষ হলেও এক প্রদেশ থেকে অন্য প্রদেশে পাল্টে যায় বসন্ত পার্বণের নাম | বসন্ত বরণে ভারতের বিভিন্ন উৎসবের মধ্যে অন্যতম বাংলার নবদ্বীপে দোল পূর্ণিমা এবং শান্তিনিকেতনের বসন্তোৎসব | আমাদের ঘরের‚ একেবারে বঙ্গজ এই দুই উৎসবকে ছেড়ে নয় চোখ রাখা যাক অন্য রাজ্যে | দুলান্ডি হোলি : হরিয়ানার রঙের উৎসবকে ডাকা হয় ‘দুলান্ডি হোলি’ | এদিনটা সেখানে কিন্তু বৌদি আর দেওরের দিন | সারা বছরের চোরাগোপ্তা খুনসুটি যেন বসন্ত উৎসবের তিথিতে শীলমোহর পায় | হোলির রং খেলার মাঝে বৌদি কিন্তু সত্যি সত্যি মারে দেওরকে | ছদ্মকোপের প্রকাশ আর কী | বৌদির রাগের হাত থেকে বাঁচতে দেওরকে রীতিমতো পালাতে হয় | সারাদিন ধরে মান – অভিমান পর্ব চলার পর বিকেলবেলা দেওর মিষ্টিমুখ করায় বৌদিকে | হরিয়ানার কোথাও কোথাও আবার উপরে ঝোলানো ক্ষীরের হাড়িঁ ভাঙা হয় | মানব পিরামিডের উপর ধাপে ধাপে উঠে | ঠিক যেমন মহরাষ্ট্রে হয় জন্মাষ্টমীতে | রঙের উৎসবে চুটিয়ে চলবে লাথালাথি | হ্যাঁ‚ এটাও বাস্তব বিচিত্র ভারতবর্ষে | এই লাথি মারার হোলিখেলা হয় শ্রীরাধিকার জন্মস্থান বরসানায় | প্রাচীন রীতি অনুযায়ী আজও হোলির দিন শ্রীকৃষ্ণের গ্রাম নন্দগাঁও থেকে বরসানায় রং খেলতে আসে যুবকরা | কিন্তু রাধিকার গ্রামের মেয়েরা প্রতিশোধ নেয় | রাধিকার উপর কৃষ্ণের সব ‘দুষ্টুমি’র প্রতিশোধ |



বৌদি’ বা সাধারণভাবে মাঝবয়সি মহিলাদের প্রতি আকর্ষণ কমবেশি সব বাঙালি কিশোর-যুবকের মধ্যেই দেখা যায়। কিন্তু এই বৌদি-প্রীতির কারণ কী? ওবাড়ির ঝুমুর বৌদি ভেজা চুলে বারান্দায় এলেই তাঁর দিকে অপলক নেত্রে চেয়ে থাকে এবাড়ির ক্লাস ইলেভেনের দীপক। পাশের পাড়ার সুনন্দা বৌদির কথা ভেবে ভেবে রাত্রে ঘুম আসে না এই পাড়ার মাধ্যমিক পাশ বান্টির। এইসব ‘বৌদি’ বা সাধারণভাবে মধ্যবয়সি মহিলাদের প্রতি আকর্ষণ কমবেশি সব বাঙালি কিশোর-যুবকের মধ্যেই দেখা যায়। কিন্তু এই বৌদি-প্রীতির কারণ কী? যা আরও বেশি প্রকট হয় হোলির দিনেই। কারণ বৌদিদের রঙ দিতে ওঁত পেতে থাকে দেওরেরা 




Blogger দ্বারা পরিচালিত.