ফাঁসি নয় ক্ষমতা থাকলে গুলি করে মারো, চিঠিতে লিখেছিলেন ভগৎ


Odd বাংলা ডেস্ক: বাজারী ঐতিহাসিক, বিশ্লেষেক ও বুদ্ধিজীবিরা ভগৎসিংকে একজন জাতীয়তাবাদী নেতা হিসাবে চিত্রিত করার চেষ্টা করেছেন। অথচ তার ঘটনাবহুল জীবন প্রবাহ বিশ্লেষন করলে আমরা এক মহান বিপ্লবীকেই দেখতে পাই। তিনি মোটেই কোন সংকীর্ণ জাতিীয়তাবাদী ছিলেন না। শুনলে আবাক হবেন, যখন তাঁকে ফাঁসির মঞ্চে আসার জন্য এবং মৃত্যুর কাঁঠগড়ায় দাড়াঁবার জন্য ডাকা হয়েছিল তখন ও তিনি রাশিয়ার মহান বিপ্লবী সমাজতান্ত্রিক নেতা লেনিনের রাষ্ট্র ও বিপ্লব বইটি পড়ছিলেন। যখন আমরা স্বাধীনতা অর্জন করলাম তখনই এক ঘৃণ্য জাতীয় বিভক্তির অভিশাপ আমাদের উপর চাপিয়ে দেয়া হলো।

আরও পড়ুন- রাস্তায় রাস্তায় বিক্রি ভগৎ-এর ছবি, ভয় পেয়েছিল ব্রিটিশ, বিপ্লবীর বদলে সন্ত্রাসী বলেছিল মিডিয়া

ভগৎ সিং কি কেবলই স্বাধীনতা সংগ্রামের জন্য় প্রাণ দিয়েছিলেন? বোধহয় না। তাঁর মৃত্যু পেছনে ছিল এক মহান আদর্শ। ShahidBhagatSingh.org ওয়েবসাইটেও পাওয়া যায় খোদ ভগত সিংয়ের লেখা একটি চিঠির প্রতিলিপি পাওয়া যায়। পাঞ্জাবের গভর্নরকে লেখা ওই চিঠিতে ভগত সিং তাঁদের তিনজনকে ফাঁসির বদলে গুলি করে মারার অনুরোধ জানান। তিনি বলতে চেয়েছিলেন তাঁদের ওপরের চালানো গুলির আওয়াজ ক্রমেই ছড়িয়ে যাবে দেশ জুড়ে। মানুষ বুঝতে পারবে কীভাবে ইংরেজরা কন্ঠরোধ করতে চাইছে দেশবাসীর।  
Blogger দ্বারা পরিচালিত.