১০২ বছরের মুক্তিযোদ্ধাকে 'পাকিস্তানি এজেন্ট' বললেন বিজেপি বিধায়ক!
Odd বাংলা ডেস্ক: ১০২ বছর বয়সী স্বাধীনতা সংগ্রামী এইচ এস দোরেস্বামীকে বিজেপি বিধায়ক বাসনাগৌড় পাতিল ইয়াতনলকে একজন 'ভণ্ড মুক্তিযোদ্ধা' এবং একজন 'পাকিস্তানি এজেন্ট' বলে অভিহিত করেছেন। গত ২৫ ফেব্রুয়ারি ইয়াতনল 'সংবিধান সংরক্ষণ করুন' নামে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে এমন মন্তব্য করেছেন।
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বহুদিন ধরেই প্রতিবাদ করে আসছিলেন শতোর্ধ এই মুক্তিযোদ্ধা। তাঁর সম্পর্কে এমন মন্তব্য করার সময়ে রীতিমতো হতবাক দোরেস্বামী। আশাহত দোরেস্বামী বলেছেন, 'আমাদের আদর্শে তফাত ছিল। কিন্তু বিজেপি আরএসএস-এর অনেক সদস্যই আমার বন্ধু ছিল। কিন্তু আমি কখনওই আশা করিনি যে, সমগ্র বিজেপি দল আমাকে এইভাবে আক্রমণ করবে।'
একজন মুক্তিযোদ্ধকে দেশবিরোধী হিসাবে আক্রমণ করা হয়েছে। কিন্তু তিনি তাঁর কাগজপত্র দেখাতে প্রস্তুত বলেও জানিয়েছেন। তবে তিনি আরও জানিয়েছেন যে, তিনি হয়তো মোদী সরকারের বিরোধী, কিন্তু তবে সংবিধানের কিছু নিয়ম কানুন রয়েছে, আর সেই মোতাবেক তিনি নিজের মত প্রকাশ করতে ভয় পান না।
Post a Comment