ব্রা কোম্পানি অন্তর্বাস বানানো বন্ধ করে তৈরি করবে মাস্ক


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের সংকট মোকাবেলায় নারীদের জন্য অন্তর্বাস (ব্রা) তৈরির একটি প্রতিষ্ঠান জাপানিদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রতিষ্ঠানটি অন্তর্বাস উৎপাদনের পরিবর্তে এখন বিনামূল্যে বিতরণের জন্য মাস্ক উৎপাদন করছে। 

 সম্প্রতি জাপানের হিমি শহরের কর্তৃপক্ষ সিটি হলে কর্মরতদের মাস্ক সরবরাহের জন্য স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে আতসুমি ফ্যাশন কোম্পানি নামের প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়। জাপান টাইমস জানিয়েছে,আতসুমির কর্মীরা দেখতে পান, অন্তর্বাস তৈরিতে যে কাপড় ও উপাদান ব্যবহৃত হয় সেটি মাস্ক তৈরিতেও ব্যবহার করা যায়। এরপরই প্রতিষ্ঠানটি এক হাজার মাস্ক উৎপাদনের সিদ্ধান্ত নেয়। এসব মাস্ক চিকিৎসাকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। আতসুমি ফ্যাশন কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক হিরোশি হিনাতা বলেন, ‘মাস্ক সংকটের কারণে আমরা এর মাধ্যমে সমাজে অবদান রাখতে পারব বলে আশা করছি। এই মাস্কগুলোও কাশি ও হাঁচির মাধ্যম ভাইরাস ছড়ানো থেকে সুরক্ষা দিতে সক্ষম।’
Blogger দ্বারা পরিচালিত.