কিনে রাখুন বেশি করে পেঁয়াজ, হোলির পরেই দাম বাড়বে পেঁয়াজের


Odd বাংলা ডেস্ক: পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ আসার পর ১৫ মার্চ থেকে পেঁয়াজের রফতানিতে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রায় ছ’মাস ধরে পেঁয়াজের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ DGFT পেঁয়াজের MEP সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ DGFT-র তরফে জানানো হয়েছে,‘পেঁয়াজের রফতানিতে ১৫ মার্চ থেকে সমস্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷’

মহারাষ্ট্রের নাসিক জেলায় বেশ কিছু জায়গায় পেঁয়াজের দাম কমতে থাকায় কৃষকরা বিরোধিতা শুরু করেছে৷ আধিকারিকদের অনুযায়ী, সোমাবর লাসলগাঁওয়ে পেঁয়াজের দাম ১৪৫০ টাকা প্রতি ক্যুইন্টাল হয়ে গিয়েছে ৷ লাসলগাঁও দেশের সবচেয়ে বড় পেঁয়াজের বাজার৷ বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন এই সিদ্ধান্তে কৃষকদের আয় বৃদ্ধিতে সাহায্য করবে ৷ সবজির দাম বিপুল হারে বেড়ে যাওয়ায় রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ বর্তমানে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকায় অন্য ফসল ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ 

খাদ্য মন্ত্রী রাম বিলাস পাসওয়ান বুধবার ট্যুইটে জানিয়েছেন মার্চে ফসল ৪০ লক্ষ টনের বেশি হতে পারে যা গত বছর ২৮.৪ লক্ষ টন ৷ সরকার সেপ্টেম্বর ২০১৯ পেঁয়াজের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ এর পাশাপাশি ৮৫০ ডলার প্রতি টনে ন্যূনতম এমইপি লাগানো হয় ৷ পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ায় সেই সময় এই পদক্ষেপ নেওয়া হয় ৷ প্রচন্ড বৃষ্টি ও বন্যার জেরে পেঁয়াজের ঘাটতি দেখা যায় ৷ আপাতত ভাল ফসল হওয়ায় রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে ৷ এর জেরে দেশের বাজারে পেঁয়াজের দাম পড়ে যাওয়া থেকে আটকে যাবে ৷
Blogger দ্বারা পরিচালিত.