"আপনারা কি কথা কম বোঝেন? বলছি না বাড়িতেই থাকুন", কানাডাবাসীদের ধমক প্রধানমন্ত্রী ট্রুডোর
Odd বাংলা ডেস্ক: মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে কানাডাতেও। সেখানে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ১৫০০ ছাড়িয়েছে। মারা গেছে ২০ জন। এমতবস্থায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সবাইকে ঘরের থাকার আহব্বান জানিয়েছেন। তিনি নিজেও আছেন আইসোলেশনে। তবে অনেকেই এখানো বাইরে ঘুরে বেড়াচ্ছেন। জণসমাগম এড়িয়ে চলছেন না।
তাদের উদ্দেশে সোমবার কঠিন হুশিয়ারি জারি করেছেন ট্রুডো।
বাড়ি থেকে দেওয়া এক ভাষণে ট্রুডো বলেছেন, ‘অনেক হয়েছে। এবার ঘরে যান। আপনারা যদি উপদেশ না মানেন, আপনারা যদি মানুষের সংস্পর্শে যান, জণসামগম করেন, এগুলো করার মধ্য দিয়ে আপনি কেবল নিজেকে ঝুঁকির মধ্যে ফেলছেন না, অন্যদেরও ফেলছেন। আমরা চাই করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ উপদেশগুলো আপনারা মেনে চলেন। না মানলে বাধ্য করা হবে। এই ঝুঁকি সম্পর্কে হয় আমরা আপনাদের শিক্ষা দিব, না হয় নিয়ম মানতে বাধ্য করব। এটা করা থেকে কেউ বিরত রাখতে পারবে না আমাদের।’
করোনাভাইরাস আক্রান্তের শঙ্কায় ১৩ মার্চ থেকে স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগরি।
Post a Comment