করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী, আইসোলেশানে জাস্টিন ট্রুডো


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের কবলে পড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী। কানাডার প্রধানমন্ত্রীর দফতরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর COVID-19 পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজেটিভ এসেছে। 

আরও জানানো হয়েছে যে, চিকিৎসকের পরামর্শ অনুসারে তিনি আপাতত কিছুদিনের জন্য আইসোলেশনে থাকবেন। সবরকমের সতর্কতা অবলম্বন করা হয়েছে। অন্যদিকে কানাজার প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ঠিকই রয়েছে। তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ পাওয়া যায়নি। তবুও চিকিৎসকের পরামর্শ মেনে তাঁকে ১৪দিন আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, গত বুধবার লন্ডনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। দেশে ফেরার দিন রাত থাকে জ্বর এবং ফ্লুতে আক্রান্ত হওয়ার লক্ষণ ছিল তাঁর মধ্যে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের দ্বারস্থ হলে তাঁর পরামর্শ মেনে ট্রুডো এবং তাঁর স্ত্রী স্বেচ্ছায় আইসোলেশনে যান। পরীক্ষার জন্য কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রীর রক্তের নমুনা পাঠানো হয়েছে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত কানাডায় ১৩০টি করোনা আক্রান্তের ঘটনা নিশ্চিত করা হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.