কলকাতার রাস্তায় শুরু হল রাসায়নিক স্প্রে


Odd বাংলা ডেস্ক: করোনার বিরুদ্ধে যুদ্ধে এবার চিনের ইউহানের দেখানো পথেই হাঁটল কলকাতা পুরসভা। আজ, মঙ্গলবার ২৪ মার্চ থেকে মহানগরের রাস্তায় ২০টি জেট-স্প্রে গাড়ি দিয়ে জীবাণুনাশক রাসায়নিক জলে মিশিয়ে ছড়ানো শুরু হল। করোনার আঁতুর ঘর ইউহান প্রদেশে ব্যাপক হারে এই সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত স্প্রে ছড়িয়েই ভাইরাসকে ধ্বংস করে মৃত্যুর হার কমিয়ে এনেছে চিন। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতাতেও একই ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেট-স্প্রে মেশিন ছাড়াও করোনা সংক্রমিত হতে পারে এমন সন্দেহে চিহ্নিত বহুতলের বিভিন্ন ফ্লোরে ওই রাসায়নিক বিশেষ ধরনের ফগিং মেশিন দিয়ে ছড়িয়ে ভাইরাস ধ্বংস করবেন পুরসভার কর্মীরা।জরুরিভিত্তিতে অর্ডার দিয়ে একসঙ্গে ওই ২০টি বিশেষ ধরনের মেশিন নিয়ে আসা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.