'করোনার বিরুদ্ধে লড়াইয়ে শীঘ্রই জিতবে ভারত', দেশকে সাহায্যের হাত বাড়াল চিন
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধ করতে ভারতের যে লড়াই তাতে সাধুবাদ জানিয়েছে চিন। পাশাপাশি এই মহামারি নিয়ন্ত্রণে ভারতকে সাহায্য করার বার্তা দিয়েছে চিন। নয়াদিল্লিতে চিনা দূতাবাসের মুখপাত্রের তরফে জারি করা একটি বিবৃতিতে কাউন্সেলর জি রং জানিয়েছেন, বিভিন্ন চিনা এন্টারপ্রাইজগুলি ভারতকে অনুদান দিতে শুরু করেছে। পাশাপাশি চিন তার সাধ্যমতো ভারতকে আরও সাহায্য করার জন্য প্রস্তুত।
তিনি বলেন, চিন ও ভারত যোগাযোগ ও সহযোগীতা বজায় রেখেছে এবং কঠিন সময়েও এই মহামারী মোকাবিলায় একে অপরকে সমর্থন করেছে। চিনের করোনভাইরাসে এখনও পর্যন্ত ৩,২০০ জনেরও বেশি লোক মারা গেছে এবং প্রায় ৮১,০০০ মানুষ আক্রান্ত হয়েছে। ভারত করোনাভাইরাস-আক্রান্ত উহান শহরে মাস্ক, গ্লাভস এবং অন্যান্য জরুরি সরঞ্জাম সম্বলিত প্রায় ১৫ টন চিকিৎসা সহায়তা পাঠিয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি, চিন ভারত-সহ ১৯ টি ইউরেশিয় এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে একটি অনলাইন ভিডিও কনফারেন্স করেছিল সেখানে ভারত-চিন তার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে। পাশাপাশি তিনি এও বলেন যে, 'আমরা বিশ্বাস করি ভারতীয় জনগণ এই যুদ্ধে জয়ী হবে। চীন, ভারত এবং অন্যান্য দেশের সঙ্গে একত্রে মহামারিটির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, এবং সফল হবে।'
Post a Comment