করোনার কারণে বন্ধ হতে চলেছে সব সিনেমা হল, পিছিয়ে যাচ্ছে অনেক সিনেমা মুক্তির দিন


Odd বাংলা ডেস্ক: করোনা আক্রান্তের সংখ্যা আরও বেড়ে গিয়ে একলাফে তা হয়ে গেল ৭৩৷ করোনার রুখতে বহু দেশের ভিসায় নিয়ন্ত্রণ চালু করল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, করোনা রুখতে আরও বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র৷ এই পরিস্থিতিতে সকলের পাশে থাকা খুব দরকার৷ সব এয়ারপোর্টে স্ক্রিনিং চলছে৷ তিনি বলেন, 'দেশের সব জায়গা থেকে রক্তের নমুনা পাঠানো হয়েছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে৷ 

কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রথমে জ্বর হচ্ছে না৷ কয়েক দিন পর থেকেই অসুস্থতা দেখা দিচ্ছে৷' এবার করোনার জেরে দিল্লিতে বন্ধ করা হল সিনেমা হল ৷ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজধানীর প্রত্যেকটি সিনেমাহল বন্ধ রাখা হবে৷ প্রশাসনের দুম করে এই সিদ্ধান্ত নেওয়ার স্বাভাবিকভাবেই চাপে পড়েছে বলিউড৷ কারণ, এই মাসেই মু্ক্তির অপেক্ষায় বেশ কিছু বলিউডের হাইভোল্টেজ ছবি৷ তালিকায় রয়েছে রোহিত শেট্টির ‘সূর্যবংশী’৷ এই ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার, অজয় দেবগণ, রণবীর সিং ও ক্যাটরিনা কাইফকে৷ 

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘সন্দীপ অউর পিঙ্কি ফেরার’৷ এই ছবিতে দেখা যাবে অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়াকে৷ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ইরফান খানের ছবি ‘অংরেজি মিডিয়াম’৷ এই ছবির প্রযোজকরা দুশ্চিন্তা করছেন, এই অবস্থায় রাজধানীর সিনেমা হল বন্ধ থাকলে, ছবির ব্যবসায় মারাত্মক ক্ষতি হবে৷ অন্যদিকে, করোনার জেরে এবং ছবির ব্যবসার কথা ভেবে আগেই মুক্তি পিছিয়ে গিয়েছে রণবীর সিংয়ের ‘৮৩’ ছবির ৷
Blogger দ্বারা পরিচালিত.