বাড়িতে বসেই চুলে করুন বাদামী রঙ, জেনে নিন কীভাবে করবেন


Odd বাংলা ডেস্ক: আপনার চুল যদি প্রাকৃতিকভাবে কালো হয় এবং আপনারা যদি চান যে চুলে একটা প্রাকৃতিক বাদামী রঙ আনবেন, তাহলে সেটা কিন্তু ঘরে বসেই করা সম্ভব। কীভাবে বাড়ি বসেই করবেন গাঢ় বাদামী রঙ, দেখে নিন পদ্ধতি-

প্রথমে একটি পাত্রে ২ কাপ জল নিয়ে এরপর এর মধ্যে ৬-৭ চামচ কফি পাউডার যোগ করে খুব ভালো করে মিশিয়ে নিন। এবার জলটা ফুটিয়ে নিন। মনে রাখবেন এক্ষেত্রে জল ততক্ষণ ধরে ফোটাতে হবে যতক্ষণ না জল ফুটে অর্ধেক হয়ে যাচ্ছে। জল যত ফোটাবেন আপনার চুলের রঙ কিন্তু ততই গাঢ় হবে। তাই আপনি কতটা গাঢ় রঙ চান সেইমতো জল ফুটিয়ে নিন। যত বেশি কফি ফোটাবেন রঙও কিন্তু তত বেশিদিন পর্যন্ত লংলাস্টিং হবে। এবার কফি আলাদা করে রেখে দিন। এরপর একটি পাত্রে হেনা পাউডার নিয়ে নিন। আপনি আপনার চুলের লেন্থ অনুসারে হেনা পাউডার নেবেন। বড় চুল হলে একটু বেশিই হেনা লাগবে। এবার হেনার মধ্যে অল্প অল্প করে কফির জলটা মেশাতে থাকুন। এবার একটা ঘন পেস্ট তৈরি করে তা প্লাস্টিক ব়্যাপারে ব়্যাপ করে আলাদা করে সরিয়ে রেখে দিন। এইভাবে ৪-৫ ঘণ্টা রেখে দিন। 

আর খুব ভালো হয় যদি সারারাত মিশ্রণটি রেখে দিতে পারেন। পরের দিন ব্রাশের সাহায্যে একেবারে হেনার মতো করেই চুলে এই প্যাকটি অ্যাপ্লাই করে নিন। তার আগে কিন্তু চুলে কোনওরকম কোনও তেল লাগাবেন না। এবার প্যাক লাগানো হয়ে গেলে ৪-৫ ঘণ্টা শাওয়ার ক্যাপ লাগিয়ে নিন। এবার স্রেফ জল দিয়ে স্নান করে নিন। কোনও শ্যাম্পু বা কন্ডিশনার অ্যাপ্লাই করবেন না। ভালো ফল পেতে পরেরদিন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।
Blogger দ্বারা পরিচালিত.