'এখন হাত ধুয়ে নিন, করোনা থামলে আবার ক্রাইম করবেন' অপরাধীদের কাছে আবেদন পুলিশের!
Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বে আতঙ্কের এখন একটাই নাম আর তা হল নোভেল করোনা ভাইরাস। এই ভাইরাস এতটাই দ্রুত প্রসার লাভ করছে যে, সারা বিশ্ব জুড়ে জরুরী অবস্থা জারি করা হয়েছে। আন্তর্জাতিক সংকটের মুহূর্তেও সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
ওয়াশিংটনের পুয়ালুপ পুলিশ দফতরের তরফে অপরাধীদের উদ্দেশে সতর্কতামুলক একটি পোস্টে বলা হয়েছে, অপরাধীরা যেন অপরাধ থেকে দূরে থাকে এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়। এইসময় যাবতীয় জঘন্য অপরাধ থেকেও তারা যেন দূরে থাকে সেই আবেদনও করা হয়েছে পুলিশের তরফে। তাঁরা আরও বলেন 'আমরা অপরাধীদের সহযোগীতা কামনা করি এবং অপরাধীদের আগাম ধন্যবাদ জানাই।'
তবে এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় যে কারণে হাসির রোল উঠেছে তা হল, পুলিশের তরফে আরও জানানো হয়েছে, করোনার প্রাদুর্ভাব বন্ধ হলে তারা ফের নিজেদের কার্যকলাপ চালিয়ে যাবে! সোশ্যাল মিডিয়ায় পোস্টটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছ!
Due to local cases of #COVID-19, PPD is asking all criminal activities and nefarious behavior to cease. We appreciate your cooperation in halting crime & thank the criminals in advance. We will let you know when you can resume your normal behavior. Until then #washyourhands— Puyallup Police (@PuyallupPD) March 16, 2020
Post a Comment