আফগানিস্তানে হাসপাতাল থেকে পালালেন ৩৭ করোনা রোগী


Odd বাংলা ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের একটি হাসপাতাল থেকে কোভিড-১৯ রোগে আক্রান্ত অন্তত ৩৭ রোগী পালিয়ে গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। 

খবরে বলা হয়, পালিয়ে যাওয়ায় প্রশ্ন ওঠা ওইসব রোগীরা হাসপাতালে আইসোলেশনে ছিলেন। তারা তাদের স্বজনদের সহায়তায় হাসপাতালের দায়িত্বরত স্টাফদের মারধর করে পালিয়ে যান বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার। তবে এদের মধ্যে কতোজন নারী বা পুরুষ ছিলেন সে তথ্য জানানো হয়নি খবরে। 

বিশ্বের একশ ৬৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে শেষ খবর পর্যন্ত সাড়ে সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন এক লাখ ৮০ হাজার মানুষ।
Blogger দ্বারা পরিচালিত.