লক ডাউনে মুসলিম দেশে বিনামূল্যে খাবার বিলি করছে হিন্দু সংগঠন


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে পাশের দেশ বাংলাদেশে চরম আতঙ্ক বিরাজ করছে। বিদেশফেরত কেউ কোয়ারেন্টিন মানছে না। দুইজনের মৃত্যু আর ২৪ জন আক্রান্ত হওয়ার পর সামান্য কিছু মানুষ বুঝতে শুরু করেছে কোয়ারেন্টিন বা লকডাউন কতটা জরুরি। কিন্তু লকডাউনে থাকলে অনেক পরিবারেই খাদ্য সংকট দেখা দেবে। এমন অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেবে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এক ফেসবুক পোস্ট প্রতিষ্ঠানটি এমন ঘোষণা দিয়েছে। ফেসবুক পোস্টে লেখা হয়েছে, 'বাড়ীতে লকডাউন অবস্থায় যদি কেউ খাবার সংকটে ভুগেন তবে এক টাকায় আহার - 1 Taka Meal পেজে যোগাযোগ করলে বিদ্যানন্দ - Bidyanondo টিম খাবার পৌঁছে দেয়ার চেষ্টা করব। সীমিত আমাদের অর্থ, তাই অপব্যবহার না করার অনুরোধ থাকবে। শুধুমাত্র খুব দরকার হলে এবং প্রশাসন দ্বারা বাড়ী 'লকডাউন' হলে এবং তাদের অনুমতি পেলে আমরা খাবার প্রদান করতে পারব।'

যারা করোনা ভাইরাস প্রতিরোধের মিশনে অনুদান দিতে চাচ্ছেন, তাদেরকে নিচের অ্যাকাউন্ট ব্যবহার করতে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য এক্সটার্নাল অডিটের জন্য আমরা লোক মারফৎ কিংবা রাস্তায় রাস্তায় অনুদান সংগ্রহ করি না।' ১/ পেপল একাউন্ট - support@bidyanondo.org

এটাতো গেল বাংলাদেশের কথা। কিন্তু পাকিস্তানের পেশওয়ারেও ISKON-এর একটি শাখা এই বিশেষ উদ্যোগ নিয়েছে। সেখানে একটি বিশেষ ট্রাস্ট গড়ে তার মাধ্যমে সাধারণ মানুষের প্রয়োজন মতো খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাদের সঙ্গে যোগাযগ করলে খাবার পৌঁছেও দেওয়া হচ্ছে। যা পেশওয়ার শহরের মানুষের মতে বিশেষ উদ্যোগ।

সূত্র: দ্য ডন
Blogger দ্বারা পরিচালিত.