করোনা মোকাবেলায় মুক্তির পথ দেখাচ্ছে চিন


Odd বাংলা ডেস্ক: করোনা মোকাবেলায় বিশ্বের মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন রাশিয়া ও জাতিসংঘের অন্যান্য সদস্য দেশ একযোগে বিশ্বে করোনা মোকাবেলায় কাজ করবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে টেলিফোনে কথপোকথনের পরে ওয়াং জানান গেল বৃহস্পতিবার করোনা নিয়ে বিশেষ জি২০ ভিডিও সম্মেলনে করোনা মোকাবেলায় ইতিবাচক আলোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। 

বিশ্বের দুই নেতার এমন আশাসূচক বাণিতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বিশ্ববাসী। করোনা মোকাবেলায় আন্তজার্তিক সহযোগিতা জোরদার করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে চীন। এছাড়া করোনা এড়াতে রাশিয়া সহ জাতিসংঘের অন্যান্য স্থায়ী সদস্যদের সাথে সকল প্রকার পদক্ষেপ নিতে প্রস্তুত বেইজিং। চীনের সাথে করোনা মোকাবেলার বিষয়ে আশাবাদ জানিয়েছে রাশিয়াও। এমন পদক্ষেপের প্রশংসা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। রুশ মন্ত্রী বলছেন জি২০ সামিট করোনার বিরুদ্ধে যৌথ লড়াইয়ে আন্তর্জাতিক সমন্বয়কে আরো সহজ করেছে।
Blogger দ্বারা পরিচালিত.