মারাত্মকহারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস, গত ৪দিন সংক্রামিত ৩ লক্ষ মানুষ!
Odd বাংলা ডেস্ক: ভয়ঙ্কর দ্রুত গতিতে ছড়িয়ে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। যার ফলে উদ্বেগ বেড়েছে সারা বিশ্ববাসীর মনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানা হিয়েছে, গত চার দিনে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়েছে ৩ লক্ষ মানুষের মধ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হচ্ছে তীব্র গতিতেই ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ, যা নিঃসন্দেহে খুবই উদ্বেগের।
অবাক করা তথ্য হল সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা। প্রথম ১ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন ৬৭ দিনে। পরবর্তী ১ লক্ষ মানু। কিন্তু আক্রান্ত হয়েছেন ১১ দিনে! আর শেষ ১ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র ৪দিনে। যা কি না খুবই উদ্বেগের। চিন থেকে করোনার এপিসেন্টার সরে গিয়েছিল ইতালিতে, তারপর একে একে স্পেন, ইরান, আমেরিকায় অগণিত মানুষ আক্রান্ত হয়েছেন, প্রাণও হারিয়েছেন আরও অসংখ্য মানুষ।
এখনও পর্যন্ত তৈরি হয়নি করোনার ভ্যাকসিন। আর সেই কারণেই করোনার উপসর্গ যেমন জ্বর, শ্বাসকষ্ট, শুষ্ক কাশি হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে। সেইসঙ্গে, বারবার হাত স্যানিটাইজ করা, বারবার হাত ধোয়া, এবং সারা বিশ্ববাসীকে গৃহবন্দি থাকার অনুরোধ করেছে হু।
Post a Comment